সশস্ত্র বাহিনী দিবসে ঢাকায় সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে
- By Jamini Roy --
- 16 November, 2024
আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত রাখা হবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। শনিবার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
এতে বলা হয়, সশস্ত্র বাহিনী দিবসের বিভিন্ন কর্মসূচির জন্য ঢাকা সেনানিবাসে ২১ নভেম্বর কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া হবে। বিশেষত, শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়কে যানজট কমানোর জন্য, সেদিন সকাল ৭টা থেকে বেলা ১১টা এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সাধারণ যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে।
তবে, সেনানিবাসে অবস্থানরত ব্যক্তিদের এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। আইএসপিআর সকল সাধারণ মানুষকে অনুরোধ করেছে যে, তারা উল্লিখিত সময়ে সেনানিবাস এলাকার মাধ্যমে চলাচল পরিহার করবেন।
এদিনের অনুষ্ঠান উপলক্ষে যেকোনো ধরনের যানবাহন চলাচলের ক্ষেত্রে এই ব্যবস্থা নেওয়া হবে যাতে কর্মসূচিগুলি নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে এবং যানজট এড়িয়ে চলা যায়।